শেয়ার করুন:

ওয়েবসাইটে বাংলা তারিখ দেখানো

আপনার ওয়েবসাইটে আজকের বাংলা তারিখটি দেখাতে চান? নিচের নির্দেশনা অনুযায়ী কোড কপি করে আপনার ওয়েবসাইটে যোগ করে সহজেই আপনি সেখানে বাংলা তারিখ দেখাতে পারেন। তবে মনে রাখবেন, এটা শুধুমাত্র বাংলাদেশে প্রচলিত বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলা তারিখ দেখাবে।

নির্দেশনা

  • আপনার ওয়েব পেজের যেখানে আজকের বাংলা তারিখটি দেখাতে চান সেখানে নিচের এই কোডটি কপি করে দিন।

    <span id="date-today"></span>
  • তারপর </body> ট্যাগের ঠিক ওপরে নিচের কোডটি কপি করুন।

    <script src="https://bangla.plus/scripts/bangladatetoday.min.js"></script>
    <script>dateToday('date-today', 'bangla');</script>

    এর ফলে আপনার ওয়েব পেজে বাংলা তারিখটি এভাবে দেখাবে:

    এখানে বাংলা তারিখটি বাংলায় দেখাচ্ছে।

  • বাংলার পরিবর্তে ইংরেজিতে আজকের বাংলা তারিখ দেখাতে চাইলে ওপরের কোডের পরিবর্তে </body> ট্যাগের ওপর নিচের কোডটি কপি করে দিন।

    <script src="https://bangla.plus/scripts/bangladatetoday.min.js"></script>
    <script>dateToday('date-today', 'english');</script>

    এর ফলে ওয়েব পেজে বাংলা তারিখটি এভাবে দেখাবে:


মন্তব্য ও পরামর্শ

ওপরের কোড ব্যবহার করে ওয়েবসাইটে আজকের বাংলা তারিখ দেখানো সম্পর্কে আপনার যেকোনো মতামত, পরামর্শ অথবা সমস্যার কথা উল্লেখ করে মন্তব্য জমা দিতে পারেন এখানে।