শেয়ার করুন:

বিজয় ও ইউনিকোড কনভার্টার

বাংলায় বই প্রকাশনার ক্ষেত্রে যেমন ANSII-ভিত্তিক বিজয় ফন্টের ব্যবহার এখনও সর্বাধিক প্রচলিত, তেমনই অনলাইনে বাংলায় লেখালেখির জন্য বর্তমানে ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্টের বিকল্প ভাবা যায় না। তাই যারা বাংলায় লেখালেখি করেন, নানা প্রয়োজনে তাদের বাংলা লেখাটি ইউনিকোড থেকে বিজয়ে কিংবা বিজয় থেকে ইউনিকোডে রূপান্তর করতেই হয়। নিচের ফরমটি ব্যবহার করে যেকোনো লেখা আপনি সহজেই ইউনিকোড থেকে বিজয় কিংবা বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করতে পারবেন।

ইউনিকোড

   

বিজয়

নির্দেশনা

ইউনিকোড থেকে বিজয়

বিজয় থেকে ইউনিকোড

মন্তব্য

ইউনিকোড থেকে বিজয়, কিংবা বিজয় থেকে ইউনিকোডে বাংলা লেখা কনভার্ট করা নিয়ে আপনার যেকোনো মতামত, পরামর্শ বা সমস্যার কথা উল্লেখ করে মন্তব্য জমা দিতে পারেন এখানে।