বাংলায় বই প্রকাশনার ক্ষেত্রে বাংলাদেশে যেমন ANSII-ভিত্তিক বিজয় (Bijoy) ফন্টের ব্যবহার এখনও সর্বাধিক প্রচলিত, তেমনই অনলাইনে বাংলায় লেখালেখির জন্য বর্তমানে ইউনিকোড (Unicode) ভিত্তিক বাংলা ফন্টের বিকল্প ভাবা যায় না। তাই যারা বাংলায় লেখালেখি করেন, নানা প্রয়োজনে তাদের বাংলা লেখাটি ইউনিকোড থেকে বিজয়ে কিংবা বিজয় থেকে ইউনিকোডে রূপান্তর করতেই হয়। নিচের ফরমটি ব্যবহার করে যেকোনো লেখা আপনি সহজেই ইউনিকোড টু বিজয় (Bijoy to Unicode) কিংবা বিজয় টু ইউনিকোডে (Unicode to Bijoy) কনভার্ট করতে পারবেন। অন্য যেকোনো অনলাইন কনভার্টারের চেয়ে আমাদের এই বিজয় ও ইউনিকোড কনভার্টার আরও নির্ভুলভাবে ফন্ট কনভার্ট করে থাকে। নিয়মিত আমরা এই কনভার্টারের আরও উন্নয়ন সাধন করছি। কনভার্টারটি ব্যবহার করতে গিয়ে যদি কোনো সমস্যা বা ত্রুটি আপনার নজরে আসে, তাহলে যোগাযোগের পাতা থেকে এবিষয়ে আমাদের জানালে দ্রুত আমরা তার সংশোধনের ব্যবস্থা করে থাকি।
ANSII-based Bijoy font is still popular in publishing books in Bangla. However, Unicode dominates the online media. So, a Bengali author may need to convert his/her Bangla text back and forth between Bijoy and Unicode. Using the following form, you can easily convert Bangla text from Unicode to Bijoy or Bijoy to Unicode. Our Bijoy and Unicode converter converts the fonts more accurately as compared to any other converters available online. We have been continuously working on improving this converter further. If you find any issues using this converter, you can let us know about this from the contact page. We will work on fixing the issue soon.
ইউনিকোড টু বিজয় (Unicode to Bijoy Converter)
বিজয় টু ইউনিকোড (Bijoy to Unicode Converter)
Unicode to Bijoy Converter
Bijoy to Unicode Converter
ইউনিকোড থেকে বিজয়, কিংবা বিজয় থেকে ইউনিকোডে বাংলা লেখা কনভার্ট করা নিয়ে আপনার যেকোনো মতামত, পরামর্শ বা সমস্যার কথা উল্লেখ করে মন্তব্য জমা দিতে পারেন এখানে।
Put your comment here with any opinion, suggestion or issue related to converting Bangla text from Unicode to Bijoy or Bijoy to Unicode.