শেয়ার করুন:

বাংলা ডেট কনভার্টার (Bangla Date Converter)

খ্রিস্টাব্দ থেকে বাংলা (English to Bangla Date) অথবা বাংলা তারিখ থেকে খ্রিস্টাব্দে (Bangla to English Date) রূপান্তরের জন্য নিচের ফরম দু'টি ব্যবহার করুন।

খ্রিস্টাব্দ থেকে বাংলা তারিখ

ক্লিক করুন

বাংলা থেকে খ্রিস্টাব্দ তারিখ

ক্লিক করুন

লক্ষণীয়

  • বাংলা ডেট কনভার্টার (Bangla Date Converter) বাংলাদেশের বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত বাংলা বর্ষপঞ্জী পদ্ধতির অনুসরণ করে তৈরি করা হয়েছে, যা বাংলা ক্যালেন্ডার হিসেবে বাংলাদেশে সরকারীভাবে প্রচলিত। এটি পূর্বের প্রচলিত বাংলা ক্যালেন্ডারেরই এক পরিবর্তিত রূপ, যা ড. মুহম্মদ শহীদুল্লাহ'র নেতৃত্বে গঠিত কমিটির প্রস্তাবনা অনুযায়ী গৃহীত হয়।
  • এই ক্যালেন্ডারে প্রদর্শিত বাংলা তারিখ তাই পশ্চিমবঙ্গে প্রচলিত সনাতনী বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী কয়েকদিনের আগুপিছু হতে পারে।
  • বাংলাদেশে নতুন এই বর্ষপঞ্জীর প্রচলন শুরু হয় ১৯৮৮ সাল থেকে। তবে ১৯৮৮ সালের পূর্বের বাংলা তারিখও বাংলাদেশে এখন নতুন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী হিসেব করা হয়। অর্থাৎ ১৯৮৮ সালের আগের  কোন একটি খ্রিস্টাব্দ তারিখকে বাংলায় রূপান্তর করলে এখানে যে বাংলা তারিখটি দেখাচ্ছে, সেই তারিখকেই সঠিক বাংলা তারিখ বলে বিবেচনা করতে হবে। (শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য।)
  • তবে ১৯৮৮ সালের পূর্বের কোনো একটি বাংলা তারিখকে (অর্থাৎ, সনাতনী বাংলা তারিখকে) খ্রিস্টাব্দে রূপান্তর করলে যে তারিখটি পাওয়া যাচ্ছে, তা আসল খ্রিস্টাব্দ তারিখ থেকে কয়েকদিনের এদিক-সেদিক হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে নির্ধারিত তারিখটি কি বার ছিলো তা জানা থাকলে সঠিক তারিখটি বের করা সম্ভব। রূপান্তরিত খ্রিস্টাব্দ তারিখটির সবচেয়ে কাছের যে সাপ্তাহিক দিনটি একই বার হয়ে থাকবে, সেটিই হবে আসল তারিখ।
  • প্রাথমিক এই পরিবর্তনের ফলে বাংলাদেশের ঐতিহাসিক কিছু তারিখের বর্তমান খৃস্টাব্দ তারিখ তৎকালীন বাংলা তারিখের সাথে আর না মেলায় পরবর্তীতে এই ক্যালেন্ডারে ছোটখাটো আরও কিছু পরিবর্তন আনা হয়। যেমন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির দিনটি ৮ই ফাল্গুন হয়ে থাকলেও পরিবর্তিত ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশে তা ৯ই ফাল্গুনে পালন করা হতো। তবে ১৯১৮-১৯ সালের পরিবর্তনের পর এখন তা আবার ৮ই ফাল্গুনেই পালিত হচ্ছে।

ইতিকথা

বাংলা ডেট কনভার্টার সফটওয়ারটি মোঃ আশফাকুর রহমান পল্লব কর্তৃক ২০০০ সালে প্রাথমিকভাবে তৈরি করা হয় একটি ডেস্কটপ এপ্লিকেশন হিসেবে। এমন একটি সফটওয়ার তৈরির ধারণা প্রথম আসে কামরুজ্জামান সুজনের পক্ষ থেকে, এছাড়া এটি তৈরিতে পল্লবের সহকারী হিসেবে সাথে ছিলেন তার ভাই মোঃ মাখলাকুর রহমান অর্ণব । প্রথমে এর নাম রাখা হয় 'জেএসসি ডেট কনভার্টার', এবং পরবর্তীতে 'পিসিসি ডেট কনভার্টার'। জুনিয়র সায়েন্স ক্লাব টঙ্গী শাখার ব্যানারে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রজেক্টটি ২০০০ সালে গাজীপুর জেলা পর্যায়ের প্রথম পুরস্কার অর্জন করে এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।

সফটওয়ারটি ফ্রি ডাউনলোডের জন্য এর ডেভেলপারের ব্যক্তিগত ওয়েবসাইট www.pallab.com-এ রাখা হয়। পরবর্তীতে এর মূল কোডকে ওয়েব-সার্ভিসে রূপান্তরিত করা হয় এবং সকলের ব্যবহারের জন্য একই ওয়েবসাইটে ওয়েব-ভিত্তিক ডেট কনভার্টার সংযুক্ত করা হয়।

সফটওয়ারটি প্রাথমিকভাবে তৈরি করা হয়েছিলো ভিজুয়াল বেসিক ৬.০ ব্যবহার করে। পরবর্তীতে তা VB.NET-এ রূপান্তর করা হয়। ২০১৭ সালে অধিবর্ষ বিষয়ক কিছু ত্রুটি সারিয়ে পুরো নতুনভাবে একে আবার তৈরি করা হয় C#.NET ব্যবহার করে।

মন্তব্য ও পরামর্শ

বাংলা ডেট কনভার্টার (Bangla Date Converter) সম্পর্কে আপনার যেকোনো মতামত, পরামর্শ অথবা সমস্যার কথা উল্লেখ করে মন্তব্য জমা দিতে পারেন এখানে।