শেয়ার করুন:

বাংলা টাইপিং টেস্ট (Bangla Typing Test)

আপনার বাংলা টাইপিং দক্ষতা (Bangla Typing Skill) যাচাই করতে আমাদের এই অনলাইন বাংলা টাইপিং টেস্টের (Bangla Typing Test Online) পাতায় আপনাকে স্বাগতম। এখানে আপনি বিভিন্ন সময়সীমার মধ্যে বাংলায় আপনার টাইপিং স্পিড (Typing Speed) এবং নির্ভুলতা (Accuracy) পরীক্ষা করতে পারবেন। নিচের টাইপিং-এর বক্সের সাথে আমাদের নিজস্ব অভ্র ও ইউনিজয়ের সমমানের কিবোর্ড যোগ করা আছে। তাই 'টেস্ট শুরু করুন' বাটনে ক্লিক করে সরাসরি আপনি বাংলায় টাইপ করতে পারবেন। চাইলে আপনি ইউনিকোডে টাইপিং-এর জন্য অভ্র (Avro) বা অন্য কোনো সফটওয়্যারও ব্যবহার করতে পারেন। টাইপ করার সময় শেষ হলে আপনাকে ফলাফল দেখাবে। চাইলে আপনি সময় শেষ হওয়ার আগেও 'টেস্ট বন্ধ করুন' বাটনে ক্লিক করে টেস্ট সমাপ্ত করতে পারবেন।

নিয়মিত টাইপিং-এর অনুশীলন (Regular Typing Practice) আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। এখানে টাইপিং চ্যালেঞ্জ গ্রহণ করে দেখুন আপনি কতো দ্রুত ও নির্ভুলভাবে বাংলা টাইপ (Bangla Typing) করতে পারেন।

   

মন্তব্য ও পরামর্শ

অনলাইনে বাংলা টাইপিং টেস্ট (Bangla Typing Test Online) সম্পর্কে আপনার যেকোনো মতামত, পরামর্শ অথবা সমস্যার কথা উল্লেখ করে মন্তব্য জমা দিতে পারেন এখানে।