শেয়ার করুন:

বাংলা টাইপিং এবং বানান যাচাই (Bangla Typing and Spelling Check)

বাংলা টাইপিং (Bangla Typing) এবং বাংলা বানান যাচাই (Bangla Spelling Check) এখন আরও সহজ। কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই আপনি নিচের বক্সে সরাসরি বাংলায় টাইপ করতে পারবেন। অভ্র ফোনেটিক (Avro Phonetic) এবং ইউনিজয় (Unijoy) কিবোর্ডের কাছাকাছি দু'টি কিবোর্ড এখানে দেয়া আছে। আপনার সুবিধামতো এর কোনো একটি সিলেক্ট করে সে অনুযায়ী বাংলায় টাইপ করতে পারবেন আপনি এখানে।

বাংলায় টাইপিং শেষে শুদ্ধ বানান যাচাই করতে নিচের 'বানান চেক করুন' (Bangla Spell Checker) বাটনে ক্লিক করে আপনি বাংলা শব্দের বানান শুদ্ধ করে নিতে পারবেন। বাংলা বানান যাচাই শেষে 'কপি করুন' বাটনে ক্লিক করে লেখাটি ক্লিপবোর্ডে কপি করে অন্য কোথাও ব্যবহার করুন।

    ?


অভ্র কিবোর্ড (Avro Keyboard)

এই ওয়েবসাইটে সংযুক্ত অভ্র কিবোর্ডটি (Avro Keyboard) অনেকটা মূল অভ্র সফটওয়্যারের মতোই ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপিং (Bangla Typing) করার সুবিধা দেয়। বাংলায় টাইপ করার বক্সের ওপর দেয়া অপশন থেকে অভ্র কীবোর্ড সিলেক্ট করলে নিচের টেবিল অনুযায়ী আপনি বাংলায় লিখতে পারবেন।

স্বরবর্ণ

o আ (আ-কার) a ই (ই-কার) i ঈ (ঈ-কার) I
উ (উ-কার) u ঊ (ঊ-কার) U এ (এ-কার) e ঐ (ঐ-কার) OI
ও (ও-কার) O ঔ (ঔ-কার) OU ঋ (ঋ-কার) rri

ব্যঞ্জনবর্ণ

k kh g gh Ng
c ch j jh NG
T Th D Dh N
t th d dh n
p f b v m
z r l sh Sh
s h ড় R ঢ় Rh য় y, Y
t` ng : ^

অন্যান্য

ব-ফলা w য-ফলা (c)y, z র-ফলা (c)r
রেফ (v)rr(c) হসন্ত + দাড়ি .
৳ - টাকা $ যুক্তাক্ষর + ইনভার্টেড কোমা '', ""
(c) - ব্যঞ্জনবর্ণ (v) - স্বরবর্ণ

বাংলা বানান যাচাই (Bangla Spell Check) করার নির্দেশিকা

'বানান যাচাই করুন' বাটনে ক্লিক করলে একটি পপআপ ডায়ালগ বক্সে বাংলা বানান সংশোধনের ফিচারটি ওপেন হবে। সেখানে আপনার টাইপ করা লেখাটি দেখাবে এবং ভুল বানান চিহ্নিত করে তার নিচে লাল দাগ দেখাবে। বাংলা বানান চেকার প্রতিটি ভুল শব্দ একে একে যাচাই করে সম্ভাব্য সঠিক শব্দের একটি তালিকা দেখাবে। আপনি তালিকা থেকে সঠিক শব্দটি নির্বাচন করতে পারবেন অথবা নিজেই সঠিক বানান টাইপ করতে পারবেন। এরপর 'পরিবর্তন করুন' বাটনে ক্লিক করে ভুল শব্দটি সঠিক শব্দ দিয়ে পরিবর্তন করতে পারেন। অথবা 'এভাবেই থাকুক' বাটনে ক্লিক করে কোনো পরিবর্তন না করেই পরবর্তী শব্দ যাচাই করতে পারবেন।

ভুল হিসেবে চিহ্নিত শব্দটি সঠিক হলে কী করবেন?

আমাদের বাংলা বানান চেকারের ডিকশানারিতে নিয়মিত নতুন শব্দ যোগ করা হয়। তবে কখনো কখনো সঠিক শব্দ ভুল হিসেবে চিহ্নিত হতে পারে। এমন ক্ষেত্রে, 'অভিধানে যোগ করুন' বাটনে ক্লিক করে শব্দটি আপনার ডিকশনারিতে যোগ করতে পারেন। এটি আপনার ব্রাউজারের মেমরিতে সংরক্ষিত থাকবে এবং পরবর্তীতে বানান চেক করার সময় শব্দটিকে আর ভুল হিসেবে দেখাবে না। তবে মনে রাখবেন, ব্রাউজারের মেমরি ক্লিয়ার করলে এই তথ্য মুছে যাবে।
বাংলায় আপনার টাইপিং স্পিড যাচাই করতে চান? তাহলে আমাদের বাংলা টাইপিং টেস্টের পেজ ভিজিট করুন।

মন্তব্য ও পরামর্শ

অনলাইনে বাংলা টাইপিং (Bangla Typing Online) এবং বাংলা বানান যাচাই (Bangla Spelling Check) সম্পর্কে আপনার যেকোনো মতামত, পরামর্শ অথবা সমস্যার কথা উল্লেখ করে মন্তব্য জমা দিতে পারেন এখানে।