শেয়ার করুন:

বাংলা স্পেলার (Bangla Speller)

বাংলা স্পেলার বাংলা শব্দের বানান চেক করার এক অনলাইন টুল। আমাদের বাংলা টাইপিং-এর পাতায় এই ব্যবস্থাটি সংযুক্ত আছে। যেকেউ চাইলে সেখানে গিয়ে বাংলায় লিখে বানান চেক করতে পারেন। এছাড়া যেকোনো ওয়েবসাইটেই চাইলে আপনি বাংলা স্পেলার যোগ করতে পারেন। বিস্তারিত নির্দেশনা নিচে দেয়া আছে।

বাংলা স্পেলার টুলটি তৈরি করেছেন মোঃ আশফাকুর রহমান পল্লব। এটি ২৮/০৮/২০১৮ সালে প্রাথমিকভাবে বাংলা-কবিতা ডটকম ওয়েবসাইটে যুক্ত করা হয়। এই টুলটির শব্দভাণ্ডারে এপর্যন্ত ১,১৫,০০০-এর ওপর বাংলা শব্দ যোগ করা হয়েছে যার ভিত্তিতে এটি বানান যাচাই করে থাকে। এই শব্দভাণ্ডার প্রতিনিয়ত আরও সমৃদ্ধ হচ্ছে। এই সমৃদ্ধকরণে আপনিও ভূমিকা রাখছেন আমাদের এই ওয়েবসাইটে এই টুলটি ব্যবহারের মাধ্যমে।

নির্দেশনা

আমাদের বাংলা টাইপিং-এর পাতায় নির্দিষ্ট টেক্সট বক্সে আপনার বাংলা লেখাটি জমা দিয়ে বানান চেক করার বাটনে চাপ দিলে বাংলা স্পেলারের বক্সটি দেখাবে ব্রাউজারে। এর বিভিন্ন অংশকে তিন ভাগে ভাগ করা যেতে পারে।

১. বাংলা লেখা

Bangla Speller

আপনার জমা দেয়া বাংলা লেখাটি এখানে দেখাবে। এর প্রতিটি ভুল শব্দের নিচে লাল রঙের দাগ থাকবে। ভুল শব্দগুলোর মধ্যে একটি শব্দ সিলেক্ট করে তা হালকা লাল রঙের ব্যাকগ্রাউন্ডের ওপর দেখাবে। এই নির্ধারিত শব্দটির সঠিক শব্দ কি হতে পারে তা নিচের সাজেশনের ঘরে দেখাবে।

২. পরামর্শ

Auto Suggestions on Bangla Speller

এই অংশের একেবারে ওপরের বক্সে ভুল শব্দটি দেখাবে। তার নিচের বক্সে সঠিক কি কি শব্দ দিয়ে একে প্রতিস্থাপিত করা যায় তার তালিকা থাকবে। তালিকা থেকে যেকোনো একটি শব্দ সিলেক্ট করতে পারেন, অথবা নিজের মতো করে সঠিক শব্দটি টাইপ করতে পারেন সেখানে।

৩. বাটনসমূহ

Buttons of Bangla Speller

প্রতিটি বাটনের কাজ নিচে উল্লেখ করা হলো।

এভাবেই থাকুক : উল্লেখিত ভুল শব্দটিকে এভাবেই রেখে পরের ভুল শব্দে চলে যাবে।

এভাবেই থাকুক (সব) : উল্লেখিত ভুল শব্দটি যতোবার পাওয়া যাবে আপনার লেখায়, তার প্রতিটিকেই এভাবেই রেখে দেয়া হবে।

পরিবর্তন করুন : উল্লেখিত ভুল শব্দটিকে প্রস্তাবিত সঠিক শব্দ দ্বারা পরিবর্তন করা হবে।

পরিবর্তন করুন (সব) : উল্লেখিত ভুল শব্দটি পুরো লেখায় যতোবার পাওয়া যাবে তার প্রতিটিকেই প্রস্তাবিত সঠিক শব্দ দ্বারা পরিবর্তন করা হবে।

আগের অবস্থা : পূর্বেকার পরিবর্তিত শব্দটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে।

অভিধানে যোগ করুন : সঠিক বানানের কোনো শব্দকে যদি এটি ভুল হিসেবে দেখায় তবে এই বাটনে ক্লিক করবেন। এতে করে শব্দটি আপনার ব্রাউজারের মেমোরিতে থেকে যাবে। পরবর্তীতে আর এই শব্দকে ভুল হিসেবে দেখাবে না বাংলা স্পেলার।

আপনার ওয়েবসাইটে কিভাবে বাংলা স্পেলার যোগ করবেন

বাংলা স্পেলার টুলটি যেকেউ চাইলে বিনামূল্যে তার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। আপনার ওয়েবসাইটে বাংলা বানান চেক করার এই পদ্ধতি যোগ করতে চাইলে নিচের নির্দেশনার অনুসরণ করুন।

মন্তব্য

বাংলা স্পেলার সম্পর্কে আপনার যেকোনো মতামত, পরামর্শ অথবা সমস্যার কথা উল্লেখ করে মন্তব্য জমা দিতে পারেন এখানে।