বাংলা ডেট কনভার্টার সফটওয়ারটি মোঃ আশফাকুর রহমান পল্লব কর্তৃক ২০০০ সালে প্রাথমিকভাবে তৈরি করা হয় একটি ডেস্কটপ এপ্লিকেশন হিসেবে। এমন একটি সফটওয়ার তৈরির ধারণা প্রথম আসে কামরুজ্জামান সুজনের পক্ষ থেকে, এছাড়া এটি তৈরিতে পল্লবের সহকারী হিসেবে সাথে ছিলেন তার ভাই মোঃ মাখলাকুর রহমান অর্ণব । প্রথমে এর নাম রাখা হয় 'জেএসসি ডেট কনভার্টার', এবং পরবর্তীতে 'পিসিসি ডেট কনভার্টার'। জুনিয়র সায়েন্স ক্লাব টঙ্গী শাখার ব্যানারে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রজেক্টটি ২০০০ সালে গাজীপুর জেলা পর্যায়ের প্রথম পুরস্কার অর্জন করে এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।
সফটওয়ারটি ফ্রি ডাউনলোডের জন্য এর ডেভেলপারের ব্যক্তিগত ওয়েবসাইট www.pallab.com-এ রাখা হয়। পরবর্তীতে এর মূল কোডকে ওয়েব-সার্ভিসে রূপান্তরিত করা হয় এবং সকলের ব্যবহারের জন্য একই ওয়েবসাইটে ওয়েব-ভিত্তিক ডেট কনভার্টার সংযুক্ত করা হয়।
সফটওয়ারটি প্রাথমিকভাবে তৈরি করা হয়েছিলো ভিজুয়াল বেসিক ৬.০ ব্যবহার করে। পরবর্তীতে তা VB.NET-এ রূপান্তর করা হয়। ২০১৭ সালে অধিবর্ষ বিষয়ক কিছু ত্রুটি সারিয়ে পুরো নতুনভাবে একে আবার তৈরি করা হয় C#.NET ব্যবহার করে।
Bangla Date Converter was initially created as a desktop application by Md Ashfaqur Rahman Pallab back in 2000. The idea of such software first came from Kamruzzaman Shuzon, and Md Makhlaqur Rahman Arnob assisted in the development. It was first named JSC Date Converter, and then PCC Date Converter. While participating under the banner of Junior Science Club (JSC) Tongi Branch, the project got awarded first prize in the Science & Technology Fair of Gazipur district in year 2000. It was then also exhibited in the national level Science Fair in the same year.
The project was made available for free download on the developer's personal website www.pallab.com. Later the code was converted to a web based service and was available on the same website.
The project was initially developed using Visual Basic 6.0. It was later converted to VB.NET. After few bug fixing related to leap year, the code was rewritten in 2017 using C#.NET.